• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

কাহারোলে খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা 

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১  

কাহারোল উপজেলার আমন চাষিরা এখন খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, সবুজ হয়ে উঠেছে আমনের খেত। চাষিরা খেত পরিচর্যা করছে। কেউ আইল কাটছে, কেউবা আগাছা পরিষ্কার করছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে ১৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১৪ হাজার ৯৫০ হেক্টর জমিতে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক জানান, সময়মতো বৃষ্টি হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –